Last Updated: June 1, 2013 13:23

ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে ফের বাসভাড়া বৃদ্ধির দাবিতে সরব হলেন মালিকরা। অবিলম্বে ভাড়া বাড়ানো না হলে ধর্মঘটের রাস্তায় হাঁটবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন বাসমালিকরা। গতকালই আরও একদফা দাম বেড়েছে ডিজেলের। বর্তমানে কলকাতায় ডিজেলের বর্ধিত মূল্য ৫৪ টাকা ৫৬ পয়সা।
গত কুড়ি দিনে এই নিয়ে ১ টাকা ৬৩ পয়সা দাম বাড়ল ডিজেলের। একটি বাস চালাতে প্রতিদিন প্রায় ৩০ লিটার ডিজেল লাগে। দাম বাড়ার ফলে বাসমালিকদের এই খরচ বাড়বে প্রায় ৬০ টাকা। বাসমালিকদের দাবি সাধারণ বাসের ক্ষেত্রে নূন্যতম ভাড়া ৭ টাকা এবং জহরলাল নেহরু রিনিউয়াল আর্বান মিশনের আওতায় কেনা বাসের ক্ষেত্রে নূন্যতম ভাড়া ৮ টাকা করতে হবে। ইতিমধ্যেই খরচ চালাতে না পেরে ৩৭ হাজার বেসরকারি বাসের মধ্যে বসে গিয়েছে ১০ হাজার বাস। নেহরু মিশনের ৫৬০টি বাসের মধ্যে চলছে ৪১০টি বাস। এই অবস্থায় জুন মাসের ১৫ তারিখের মধ্যে সরকার ভাড়া না বাড়ালে অথবা মালিকদের বৈঠকে না ডাকলে ধাপে ধাপে সমস্ত বাস তুলে নেওয়ার হুমকি দিয়েছেন বাস মালিকরা।
First Published: Saturday, June 1, 2013, 13:23