Last Updated: July 23, 2013 15:39

কর্ণাটকে সরকারি বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্ততপক্ষে আটজন। ম্যাঙ্গালোর কাছে সাকলেশপুর থেকে বেলুর যাওয়ার পথে ৫০ জন যাত্রী বোঝাই গাড়িটি আজ সকাল ১০টা নাগাদ বিশ্বসমুদ্র লেকে উল্টে পড়ে। বাসটির অধিকাংশ যাত্রীরা স্কুল বা কলেজ পড়ুয়া।
এখনও পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। যদিও কর্ণাটকের পরিবহণ মন্ত্রী রামলিঙ্গ রেড্ডি জানিয়েছেন সম্ভবত অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে বাসটির ড্রাইভার ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপরেই বাসটি চাকা পিছলে লেকে গিয়ে পড়ে।
বাসটির ড্রাইভার ও কন্ডাকটর সহ ৪০জনকে পুলিস এখনও পর্যন্ত উদ্ধার করতে পেরেছে। এগারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে দু`জনের অবস্থা আশঙ্কাজনক।
First Published: Tuesday, July 23, 2013, 15:39