Last Updated: Tuesday, July 23, 2013, 15:39
কর্ণাটকে সরকারি বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্ততপক্ষে আটজন। ম্যাঙ্গালোর কাছে সাকলেশপুর থেকে বেলুর যাওয়ার পথে ৫০ জন যাত্রী বোঝাই গাড়িটি আজ সকাল ১০টা নাগাদ বিশ্বসমুদ্র লেকে উল্টে পড়ে। বাসটির অধিকাংশ যাত্রীরা স্কুল বা কলেজ পড়ুয়া।