একই ছাতনাতলায় একসঙ্গে চারজনকে বিয়ে ব্যবসায়ীর

একই ছাতনাতলায় একসঙ্গে চারজনকে বিয়ে ব্যবসায়ীর

একই ছাতনাতলায় একসঙ্গে চারজনকে বিয়ে ব্যবসায়ীরএকই বিয়েবাড়িতে গিয়ে যদি দেখেন একজনকে পাত্র একই ছাতনতলায় চার কনেকে মালা পরাচ্ছেন! এমন ঘটনাই ঘটল। দক্ষিণ আফ্রিকার ধনী ব্যবসায়ী মিলটন মাবেলে সেটাই করলেন। সময় বাঁচাতে হবে তাই ঐতিহ্য-নিয়ম ভেঙে একসঙ্গে চারজনকে বিয়ে করে ফেললেন ৪৪ বছরের মিলটন।

বিয়ে করার পর চার স্ত্রীকে সঙ্গে নিয়ে সেই ব্যবসায়ী বললেন, " ওদের তো বিয়ে করতেই হত। তাই টাকা আর সময় বাঁচাতে একসঙ্গে এক প্যান্ডেলেই বিয়েটা সেরে ফেললাম।" মিলটন আরও বললেন, সবারই উচিত আলাদা আলাদা না করে একসঙ্গে অনেককে বিয়ে করে ফেলা, এতে সময়, অর্থ বাঁচাবে, সমাজে প্রতারণাও কমবে।

মিলটনের হাতে এখন চারটে বিয়ের আঙটি। সেগুলো দেখিয়ে চার কনে বললেন, তারা বেশ খুশি।

First Published: Tuesday, August 13, 2013, 14:18


comments powered by Disqus