Last Updated: Tuesday, August 13, 2013, 14:18
একই বিয়েবাড়িতে গিয়ে যদি দেখেন একজনকে পাত্র একই ছাতনতলায় চার কনেকে মালা পরাচ্ছেন! এমন ঘটনাই ঘটল। দক্ষিণ আফ্রিকার ধনী ব্যবসায়ী মিলটন মাবেলে সেটাই করলেন। সময় বাঁচাতে হবে তাই ঐতিহ্য-নিয়ম ভেঙে একসঙ্গে চারজনকে বিয়ে করে ফেললেন ৪৪ বছরের মিলটন।