Last Updated: February 27, 2012 21:24

হারানো ছবির রহস্যভেদ করতে ফের বড়পর্দায় আসছেন সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। ২০১০-এ `আদিম রিপু` দিয়ে ব্যোমকেশ আবির চ্যাটার্জি ও অজিত শাশ্বত চট্টোপাধ্যায়কে বড়পর্দায় এনেছিলেন পরিচালক অঞ্জন দত্ত। ২ বছর পর সেই জুটিকে নিয়েই তৈরি করলেন `চিত্রচোর`। তবে এবারও গল্পের নামেই হচ্ছে না ছবির নাম। শরদিন্দু চট্টোপাধ্যায়-সৃষ্ট অমর চরিত্রকে নিয়ে অঞ্জন দত্তর নতুন ছবির নাম `আবার ব্যোমকেশ`। আদিম রিপুর মতই এই ছবিতেও সত্যবতীর ভূমিকায় অভিনয় করেছেন উষশী চক্রবর্তী। তবে অভিনেতারা এক থাকলেও বদলে গেছে `লুক`। এই ছবিতে সম্পূর্ণ নতুন চেহারায় ব্যোমকেশকে পর্দায় আনতে চলেছেন পরিচালক।

দীর্ঘ রোগভোগের পর মধুপুরে হাওয়া বদল করতে গিয়ে চুরি যাওয়া গ্রুপ ফোটোর রহস্য ভেদ করে ব্যোমকেশ। আর সেই রহস্য উদঘাটন করতে গিয়েই প্রকাশ্যে চলে আসে সমাজের উঁচুতলার একদল মানুষের নৈতিক অধঃপাতের ছবিটা। মুখোশ খসে সামনে আসে, আসল চেহারা। পর্দা সরে যায় অবৈধ সম্পর্কের উপর থেকে। আবির, শাশ্বত, উষশীর পাশাপাশি ছবিতে রয়েছেন চন্দন সেন, স্বস্তিকা মুখার্জি, বিশ্বজিত চক্রবর্তী, পীযুশ গাঙ্গুলি, কৌশিক সেন, সুদীপা বসু, নীল মুখার্জি ও কুনাল পাধি। ছবিটি প্রযোজনা করেছেন রানা সরকার। সঙ্গীত পরিচালনা করেছেন নীল দত্ত। মার্চ মাসেই মুক্তি পাবে `আবার ব্যোমকেশ`।
First Published: Monday, February 27, 2012, 21:24