Last Updated: Monday, February 27, 2012, 21:24
হারানো ছবির রহস্যভেদ করতে ফের বড়পর্দায় আসছেন সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। ২০১০-এ `আদিম রিপু` দিয়ে ব্যোমকেশ আবির চ্যাটার্জি ও অজিত শাশ্বত চট্টোপাধ্যায়কে বড়পর্দায় এনেছিলেন পরিচালক অঞ্জন দত্ত। ২ বছর পর সেই জুটিকে নিয়েই তৈরি করলেন `চিত্রচোর`।