Last Updated: December 18, 2012 23:08

পিচ কিউরেটর প্রবীর মুখার্জিকে সামনে রেখেই তাঁর উত্তরসূরি তৈরি করার কাজ শুরু করল সিএবি। ভারত-ইংল্যান্ড সিরিজের পর সিএবি সভাপতি জগমোহন ডালমিয়ার কাছে অব্যহতি চেয়েছিলেন প্রবীর মুখার্জি। পাশাপাশি বিসিসিআইও তাঁকে আর পছন্দ করছে না। তাই ডালমিয়াও মনে করছেন প্রবীর মুখার্জির বয়স হওয়ায় তাঁর উত্তরসূরি এখনই তৈরি করা প্রয়োজন।
সিএবি প্রবীর মুখার্জিকেই ভার দিয়েছেন তাঁর উত্তরসূরি তৈরি করার। প্রবীর মুখার্জি সহায়ক হিসাবে কাজ করছেন হটিকালচারের এক মেধাবি ছাত্রের পাশাপাশি সফি আমেদ, মলয় ব্যানার্জিদের মত প্রাক্তন ক্রিকেটারদের জুন মাসে বোর্ডের পিচ কিউরেটরদের সেমিনারে পাঠাতে চাইছে সিএবি।
First Published: Tuesday, December 18, 2012, 23:08