Last Updated: Thursday, November 22, 2012, 20:13
এদিকে ইডেনের পিচ কিউরেটর প্রবীর মুখার্জিকে সতর্ক করল বিসিসিআই। মুম্বইতে সিএবি সভাপতি জগমোহন ডালমিয়া ও যুগ্মসচিব সুবীর গাঙ্গুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন বোর্ড কর্তারা। সেখানে বোর্ড সভাপতি শ্রীনিবাসন জানিয়ে দেন পিচ নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করলে সাসপেন্ড করা হবে প্রবীর মুখার্জিকে। মোতেরা টেস্টের পর ভারত অধিনায় মহেন্দ্র সিং ধোনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, প্রথম বল থেকেই স্পিনাররা সাহায্য পাবে এমন পিচ তাঁর চাই। ধোনির এই বক্তব্য শুনে চটে যান ইডেনের পিচ কিউরেটর প্রবীর মুখার্জি।