ইডেন আধুনিকীকরনে নারাজ সিএবি

ইডেন আধুনিকীকরনে নারাজ সিএবি

 ইডেন আধুনিকীকরনে নারাজ সিএবি
খরচের ভয়ে ইডেনের জন্য আধুনিক মানের গ্রাউন্ডস কভার কেনার ব্যাপারে পিছিয়ে গিয়েছিল সিএবি।
কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ সরে যাওয়ায় টনক নড়েছে সিএবি কর্তাদের।ক্রমাগত বৃষ্টিতে চ্যাম্পিয়ন্স লিগের পিচ প্রস্তুতির কাজে ব্যাঘাত ঘটেছিল।
এবার ভারত-ইংল্যান্ড একদিনের ম্যাচ ও টি-টোয়েন্টি ম্যাচের পিচ প্রস্তুতির কাজেও অসুবিধায় পড়ছেন মালিরা।
এর পাশাপাশি বৃষ্টির জন্য মাঠের পিচের কাছাকাছি বেশ কিছু জায়গার ক্ষতি হচ্ছে।
বিষয়টি সিএবির নজরে আসায় আধুনিক মানের গ্রাউন্ডস কভার কেনার উদ্যোগ নিয়েছেন কর্তারা।
এদিকে সিএবি-র বড় সুপার সপারটির স্পঞ্জ নষ্ট হয়ে যাওয়ায় সামনের আন্তর্জাতিক ম্যাচগুলিতে বৃষ্টি হলে সমস্যায় পড়তে পারে সিএবি।
আর সে কারনে আরও একটি সুপার সপার আনারও উদ্যোগ নেওয়া হয়েছে।


First Published: Tuesday, September 27, 2011, 19:59


comments powered by Disqus