Last Updated: Wednesday, January 30, 2013, 21:50
ফের ইডেনে পিচ বিতর্ক। এবার ঘরোয়া ক্রিকেট লিগের ম্যাচের প্রথম দিনের খেলা হল না পিচ ভিজে থাকার জন্য। ইস্টবেঙ্গল ও কালীঘাটের ম্যাচের প্রথম দিনের খেলা না হওয়ার কারন নিয়ে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়েছেন সিএবি-র সহসচিব প্রবীর চক্রবর্তী ও পিচ কিউরেটর প্রবীর মুখার্জি। প্রবীর মুখার্জি জানিয়েছেন ম্যাচের পিচ প্রস্তুত রাখার কোনও চিঠি তিনি পাননি।