Last Updated: December 25, 2011 23:04

চৌষট্টি বছরের ইতিহাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোন টেস্ট সিরিজ জেতার নজির নেই ভারতের। এবার তরুণ অসি ব্রিগেডের বিরুদ্ধে সেই সুযোগ এসেছে ভারতের সামনে।
সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়,লক্ষ্মণ সমৃদ্ধ অভিজ্ঞ ভারতীয় দলের কাছে এই সিরিজ তাই একটা বড় চ্যালেঞ্জ। প্যাটিনসন,হিলফেনহাস,সিডলের মত অনভিজ্ঞ পেস ব্রিগেড এর আগে কখনও ভারতীয় ব্যাটিং লাইন আপ পায়নি। সেদিক থেকে এক বড় সুযোগ ভারতীয় ব্যাটসম্যানদের সামনে। ফলে মেলবোর্নে বক্সিং ডে টেস্ট শুরুর আগে অনেকটাই ফুরফুরে মেজাজে ভারতীয় শিবির।
যদিও অসি বোলিং লাইন আপকে একেবারেই হালকাভাবে নিতে রাজি নয় ভারতীয় শিবির। ভারতীয় দলের সবথেকে আশঙ্কার জায়গা ছিল জাহির খান ও ইশান্ত শর্মার ফিটনেস নিয়ে। কিন্তু রবিবার নেটে দুই বোলার ছন্দে থাকায় অনেকটাই চিন্তা কমেছে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। মেলবোর্নে সবুজ বাউন্সি পিচে জাহির, ইশান্ত, উমেশ যাদবের পারফরম্যান্স যেমন একটা ফ্যাক্টর তেমনই সচিনদের ব্যাটের উপর অনেকটা নির্ভর করছে এই ম্যাচের ভবিষ্যত।
ভারতীয় দল এই ম্যাচে তিন পেসার ও এক স্পিনার নিয়ে নামতে চলেছেন। দলে একমাত্র স্পিনার থাকছেন আর অশ্বিন।
First Published: Sunday, December 25, 2011, 23:04