আলিপুর সংশোধনাগারে বন্দিবিক্ষোভ, Caos at Alipore jail

আলিপুর সংশোধনাগারে বন্দিবিক্ষোভ

আলিপুর সংশোধনাগারে বন্দিবিক্ষোভআলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বিক্ষোভ শুরু করেছেন বন্দিরা। প্রায় আটশ থেকে হাজার জন বন্দি অনশনে বসেছেন। অভিযোগ, আইন মন্ত্রীর আশ্বাস সত্ত্বেও দ্রুত নিষ্পত্তি হয়নি একাধিক ঝুলে থাকা মামলার।

First Published: Friday, November 11, 2011, 13:32


comments powered by Disqus