Last Updated: November 11, 2011 13:32

আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বিক্ষোভ শুরু করেছেন বন্দিরা। প্রায় আটশ থেকে হাজার জন বন্দি অনশনে বসেছেন। অভিযোগ, আইন মন্ত্রীর আশ্বাস সত্ত্বেও দ্রুত নিষ্পত্তি হয়নি একাধিক ঝুলে থাকা মামলার।
First Published: Friday, November 11, 2011, 13:32