Last Updated: Friday, December 13, 2013, 22:11
আইনজীবীদের কর্মবিরতিতে মুখ থুবড়ে পড়ল আলিপুর আদালতের স্বাভাবিক কাজকর্ম। আলিপুর ক্রিমিন্যাল কোর্ট ও আলিপুর জজ কোর্টে বহু বিচারপ্রার্থী আজ নাজেহাল হন।আন্দোলনকারী আইনজীবীদের বিরুদ্ধে সরকারি আইনজীবীর কাজে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। বিক্ষুব্ধ আইনজীবীদের অভিযোগ, আলিপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে নিজের এক্তিয়ার বোঝাচ্ছেন জুনিয়র আইনজীবীদের। এই অভিযোগে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের অপসারণের দাবিতে সরব হন তাঁরা।