তল্লাসির জন্য না থেমে ওসিকেই ধাক্কা গাড়ির

তল্লাসির জন্য না থেমে ওসিকেই ধাক্কা গাড়ির

তল্লাসির জন্য না থেমে ওসিকেই ধাক্কা গাড়ির বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন শ্যামপুকুর থানার এএসআই ইন্দ্রজিত্ হালদার। শনিবার রাতে বাগবাজার মোড়ে ডিউটি করছিলেন তিনি। চলছিল গাড়ি থামিয়ে বিশেষ তল্লাসি। সেই সময়ই একটি পণ্যবাহী ছোট গাড়িকে তল্লাসির জন্য দাঁড়াতে বলেন পুলিস কর্মীরা। অভিযোগ, গাড়িটি সামনে দাঁড়ানো এএসআই ইন্দ্রজিত্ বাবুকে ধাক্কা মেরে পালিয়ে যায়।

গাড়ির ধাক্কায় মাটিতে পড়ে যান ইন্দ্রজিত্ হালদার। মাথায় গুরুতর আঘাত লাগে তাঁর। রক্তাক্ত অবস্থায় ভোর ৪ টে নাগাদ মল্লিক বাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তঁকে। ঘটনার পর থেকেই কোমায় আচ্ছন্ন রয়েছেন ইন্দ্রজিত্ হালদার। রাতেই গাড়িটিকে আটক করে পুলিস। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত চালককে।  

First Published: Sunday, September 8, 2013, 23:11


comments powered by Disqus