Last Updated: Sunday, September 8, 2013, 23:11
বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন শ্যামপুকুর থানার এএসআই ইন্দ্রজিত্ হালদার। শনিবার রাতে বাগবাজার মোড়ে ডিউটি করছিলেন তিনি। চলছিল গাড়ি থামিয়ে বিশেষ তল্লাসি। সেই সময়ই একটি পণ্যবাহী ছোট গাড়িকে তল্লাসির জন্য দাঁড়াতে বলেন পুলিস কর্মীরা। অভিযোগ, গাড়িটি সামনে দাঁড়ানো এএসআই ইন্দ্রজিত্ বাবুকে ধাক্কা মেরে পালিয়ে যায়।