Last Updated: December 12, 2012 14:25

শিখা মিত্রর আনা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলাটি ২৮ জানুয়ারি ব্যাঙ্কশাল কোর্টে উঠতে চলেছে। তৃণমূলেরই বিধায়ক শিখা মিত্র ফৌজদারী দণ্ডবিধিতে মামলাটি করেছেন।
গত পয়লা জুলাই বিধানভবনে একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শিখা মিত্র কিছু মন্তব্য করেন। পরদিন এই সংক্রান্ত খবর প্রকাশিত হয়। সাংসদ সোমেন মিত্রর স্ত্রী বিধায়ক শিখা মিত্র দলীয় শৃঙ্খলাভঙ্গ করেছেন বলে অভিযোগ ওঠে। একইসঙ্গে শিল্পমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চট্টোপাধ্যায়েরও মন্তব্য প্রকাশিত হয়। পার্থ চট্টোপাধ্যায়ের সেই মন্তব্যকেই অবমাননাকর বলে মনে করেছেন শিখা মিত্র।
সেই অভিযোগে তিনি গত ২৩ আগস্ট ব্যাঙ্কশাল আদালতে মানহানির মামলাটি করেন। শিখা মিত্রের মামলা ঘিরে অস্বস্তিতে তৃণমূলও। খোদ মন্ত্রীর বিরুদ্ধেই দলীয় বিধায়ক মামলা করায় দলের নিয়ন্ত্রণ নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।
First Published: Wednesday, December 12, 2012, 14:25