Last Updated: Tuesday, April 16, 2013, 14:03
খানাকুলের পাতুলে গিয়ে আক্রান্ত সিপিআইএম কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলল বাম প্রতিনিধি দল। প্রতিনিধি দলকে আক্রান্তরা বলেন, কার্যত অনাহারে দিন কাটছে তাঁদের। শুকনো মুড়ি খেয়ে কোনওমতে খিদে মেটাচ্ছেন তাঁরা। পাতুলের মানুষের অভিযোগ, গত ছদিন ধরে কার্যত খোলা আকাশের নিচে দিন কাটছে তাঁদের। অথচ প্রশাসনের তরফে একটি ত্রিপল পর্যন্ত দেওয়া হয়নি। গত দশই এপ্রিল কীভাবে তাঁদের বাড়িঘর, ধানের ক্ষেত, সন্তানদের বইখাতা জ্বালিয়ে দেওয়া হয়, প্রতিনিধি দলের কাছে তার বর্ণনা দেন পাতুলের মানুষ।