প্রকাশিত হল ২০১৩ সালের ক্যাট পরীক্ষার ফলাফল

প্রকাশিত হল ২০১৩ সালের ক্যাট পরীক্ষার ফলাফল

প্রকাশিত হল ২০১৩ সালের ক্যাট পরীক্ষার ফলাফল ২০১৩ সালের কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট) -এর রেজাল্ট প্রলাশিত হল আজ। ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্টস সহ অনান্য বিজনেস স্কুলগুলিতে ভর্তি হওয়া যাবে এই রেসাল্টের ভিত্তিতে। পরীক্ষার্থীরা www.cat2013.iimidr.ac.in লগ ইন করে রেসাল্ট জেনে নিতে পারবেন। ন্যাশানল ইনফরমেশন সেন্টার থেকেও রেসাল্ট জানা যাবে।

এই বছরে মোট আটজন ১০০ পারসেনটাইল পেয়েছেন অর্থাৎ শীর্ষস্থান দখল করেছেন। যাদের মধ্যে চারজন অন্ধ্রপ্রদেশের, একজন দিল্লির ও তিনজন মুম্বইয়ের। ৯৯.৯৯ পারসেনটাইল পেয়েছেন ১০ জন। এদের মধ্যে একজন মহিলাও আছেন। শীর্ষস্থানীয়দের মধ্যে দু`জন আইআইটি খড়গপুর ও আইআইটি চেন্নাই থেকে। এই বছরের শেষ পর্যন্ত রেসাল্ট দেখতে পাওয়া যাবে।



First Published: Tuesday, January 14, 2014, 17:33


comments powered by Disqus