Last Updated: Tuesday, January 14, 2014, 17:33
২০১৩ সালের কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট) -এর রেজাল্ট প্রলাশিত হল আজ। ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্টস সহ অনান্য বিজনেস স্কুলগুলিতে ভর্তি হওয়া যাবে এই রেসাল্টের ভিত্তিতে। পরীক্ষার্থীরা www.cat2013.iimidr.ac.in লগ ইন করে রেসাল্ট জেনে নিতে পারবেন। ন্যাশানল ইনফরমেশন সেন্টার থেকেও রেসাল্ট জানা যাবে।