সব `মুন্নিদের` ওপরে কাঁচি নয় সেন্সরের

সব `মুন্নিদের` ওপরে কাঁচি নয় সেন্সরের

সব `মুন্নিদের` ওপরে কাঁচি নয় সেন্সরেরমনটা ভাল ছিল না শীলার। মুন্নিরা মনটা বদনাম হতে আর ইচ্ছা করছিল না। জিলেপি বাইও জিভে সেভাবে স্বাদ পাচ্ছিল না। কারণ একটাই সেন্সরবোর্ডের ভ্রুকুটি। তবে আজকে হয়ত শীলা, মুন্নিরা দম ফেলতে পারবেন।

শোনা যাচ্ছিল কোন সিনেমায় আইটেম ডান্স থাকলেই এবার থেকে `A` অর্থাত্‍ অ্যাডল্ট ছবির তকমা সেটে যাবে। এমন শোনা যাচ্ছিল সেন্সরবোর্ডের এই ঘোষণা খুব তাড়াতাড়ি করতে চলেছে। কিন্তু আজ কেন্দ্রীয় সেন্সর বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল এমন খবরের কোনও সত্যতা নেই। তবে আইটেম নম্বরে ওপর সিনেমার তকমা নির্ভর করবে।



  
সব `মুন্নিদের` ওপরে কাঁচি নয় সেন্সরের
সমস্ত আইটেম ডান্স বা নাম্বার নয় যে সমস্ত আইটেম ডান্সে আপত্তিকর দৃশ্য
থাকবে সেগুলো হয় ছেঁটে ফেলা হবে অথবা পরিস্থিতি বিচার করে সিনেমায় 'A' তকমা
দেওয়া হবে। শুধু খোলামেলা পোশাক কিংবা নাচের ভঙ্গিমা নয় গানের কথায় এবার
আতসকাঁচের তলায় থাকবে। প্রযোজক সংস্থার চাপে শেষ অবধি সব আইটেম ড্যান্স
থাকা সিনেমায় 'A' তকমা দেওয়া হচ্ছে না ঠিকই, তবে নতুন করে ভাবছে
সেন্সরবোর্ড। বলিউডের পাশাপাশি আঞ্চলিক সিনেমাতেও আইটেম ডান্সের ওপর কড়া
নজর রাখা হচ্ছে। সবচেয়ে বেশি নজরে রাখা হচ্ছে ভোজপুরি সিনেমাকে।

প্রসঙ্গত,
এক পরিসংখ্যান গত বছর বলিউডে মোট ৪৮ টি সিনেমায় আইটেম ডান্স রাখা হয়েছিল।
যা আগের চারটে বছরের চেয়েও বেশি। মুন্নিদির এই দাদাগিরি কতটা বন্ধ হয় সেটাই
দেখার



First Published: Sunday, March 10, 2013, 15:41


comments powered by Disqus