Last Updated: Sunday, March 10, 2013, 14:39
শোনা যাচ্ছিল কোন সিনেমায় আইটেম ডান্স থাকলেই এবার থেকে `A` অর্থাত্ অ্যাডল্ট ছবির তকমা সেটে যাবে। এমন শোনা যাচ্ছিল সেন্সরবোর্ডের এই ঘোষণা খুব তাড়াতাড়ি করতে চলেছে। কিন্তু আজ কেন্দ্রীয় সেন্সর বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল এমন খবরের কোনও সত্যতা নেই। তবে আইটেম নম্বরে ওপর সিনেমার তকমা নির্ভর করবে। সমস্ত আইটেম ডান্স বা নাম্বার নয় যে সমস্ত আইটেম ডান্সে ।