Last Updated: June 14, 2014 19:38

পুলিসের কাছে সারদার সব মামলার কেস ডায়েরি চেয়ে পাঠাল সিবিআই। রাজ্যে, সারদা মামলার তদন্তকারী অফিসারদের কেস ডায়েরিসহ সিবিআই অফিসে আসার জন্য নোটিস পাঠানো হয়েছে। মামলাগুলি কী অবস্থায় রয়েছে, তদন্ত কতদূর এগিয়েছে তা তদন্তকারী অফিসারদের থেকে বুঝে নিতে চায় সিবিআই।
গতকাল তদন্তকারী অফিসারদের এই নোটিস পাঠানো হয়। আজ সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার তরফে ৫৫ নম্বর মামলার স্ট্যাটাস রিপোর্ট সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। সারদার এক এজেন্ট সব্যসাচী ধর সুদীপ্ত সেনের বিরুদ্ধে ৫২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে মামলা রুজু করেছিলেন।
সেই মামলার স্ট্যাটাস রিপোর্ট তদন্তকারী অফিসার সিবিআই দফতরে গিয়ে জমা দেন। দক্ষিণ চব্বিশ পরগনা পুলিসের ছয় সদস্যের একটি দলও আজ সিবিআই দফতরে যায়। এই জেলায় সারদার যতগুলি মামলা রয়েছে, সব মামলার স্ট্যাটাস রিপোর্ট তদন্তকারী অফিসাররা জমা দেন সিবিআই অফিসে।
First Published: Saturday, June 14, 2014, 19:42