Last Updated: Tuesday, June 24, 2014, 12:23
সফ্টওয়্যার কারচুপির পরিকল্পনা কার? হদিশ পেতে, সারদার আমানত সংগ্রহে ব্যবহত সফ্টওয়্যার নির্মাতা সংস্থাকে ডেকে পাঠাচ্ছে সিবিআই। সেইসঙ্গে জেরা করা হবে সারদাগোষ্ঠীর কর্মীদেরও। আমানত সংগ্রহের জন্য সারদা গোষ্ঠী সাফারি নামে একটি সফ্টওয়্যার ব্যবহার করত। সেই সফ্টওয়্যার থেকেই আমানতকারীদের দেওয়া হত রশিদ । সিবিআইয়ের অভিযোগ, এই সফ্টওয়্যারে মধ্যে রয়েছে আমানতকারীদের দেউলিয়া হবার রহস্য। সারদার তৈরি অত্যাধুনিক সফ্টওয়্যারের সাহায্যেই আমানতকারীর টাকা নয়ছয় করা হয়েছে।