Last Updated: June 4, 2014 22:47

সারদা মামলার তদন্তে নেমে সুদীপ্ত সেন ও কুণাল ঘোষ সহ সারদা গোষ্ঠীর ছয় কর্তার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করল সিবিআই। ওড়িশাতে আরও ৪৩টি মামলা শুরু করেছে এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
সিবিআই সূত্রের খবর, সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়,কুণাল ঘোষ, মনোজ নাগেল, অরবিন্দ সিং চৌহান এবং সোমনাথ দত্তের নাম তিন এফআইআরে রয়েছে। ভারতীয় দন্ডবিধির চারশো ছয়, চারশো নয়,চারশো কুড়ি এবং একশ কুড়ি বি ধারায়, প্রতারণ,বিশ্বাসভঙ্গ ও ষড়যন্ত্রের অভিযোগে মামলাগুলি শুরু হয়েছে। সিবিআই সূত্রে জানা গেছে তিনটির মধ্যে দুটি মামলা,বিধাননগরের পুলিসের হাতে থাকা পঞ্চান্ন,এবং একশ দুই নম্বর মামলার ভিত্তিতে করা হয়েছে। সারদা গোষ্ঠী যে চারটি কোম্পানির মাধ্যমে বাজার থেকে আমানত সংগ্রহ করত সেই চারটি কোম্পানির নাম এফআইআরে অর্ন্তভুক্ত করা হয়েছে। ঠিক তেমনই ওড়িশাতে সারদা গোষ্ঠী ছাড়াও তেতাল্লিশটি চিটফান্ডের আর্থিক অনিয়মের অভিযোগে তদন্তভার পেয়েছে সিবিআই। সেই তেতাল্লিশটি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরদের বিরুদ্ধে আলাদা আলাদা মামলা করছে সিবিআই।সিবিআই সূত্র খবর, সারদা গোষ্ঠীর অর্থের হদিশ করার পাশাপাশি সেবি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রেজিস্টার অফ কোম্পানির মতো নিয়ামক সংস্থাগুলির ভূমিকাও তদন্ত করে দেখা হবে।
গোটা ঘটনার পেছনে যে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে,তারও তদন্ত করবে সিবিআই। সিবিআইয়ের শীর্ষ কর্তারা জানিয়েছেন আগামী সপ্তাহ থেকেই পুরোদমে তদন্তের কাজ শুরু হয়ে যাবে। সিবিআই সূত্রের ইঙ্গিত, সারদা মামলার বাকি কাগজপত্র পাওয়ার পর আরও কয়েকটি মামলা দায়ের করতে পারে সিবিআই। পূর্তভবনে এই সারদা তদন্তের জন্য সিবিআইয়ের ক্যাম্প অফিস করা হয়েছে।
First Published: Wednesday, June 4, 2014, 22:47