Last Updated: Thursday, June 26, 2014, 18:46
ভরা আদালতে ফের বিস্ফোরক কুণাল ঘোষ। নাম না করে রাজ্যের এক মন্ত্রীর গ্রেফতারির দাবি জানালেন কুণাল। আজ কুণাল ঘোষ,দেবযানী মুখার্জি সুদীপ্ত সেনকে সিবিআই আলিপুর আদালতে পেশ করে। অভিযুক্তরা জামিনের আবেদন করলেও আদালত তিনজনকেই সাত জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।সিবিআই হেফজাতে যাওয়ার পর বৃহস্পতিবার প্রথম কুণাল ঘোষ ও সুদাপ্ত সেনের জামিনের আদেবন করে তাদের আইনজীবীরা। সিবিআই পক্ষের আইনজীবী জামিনের তীব্র বিরোধিতা করেন। শুনানি চলাকালীন বিচারক হারাধন মুখোপাধ্যায় বলেন এই কেলেঙ্কারিতে বহু মানুষ আত্মহত্যা করেছেন। সেই কথার সূত্র ধরেই বলার অনুমতি চান কুণাল ঘোষ ।