সবার ভয়ের কারণ সিবিআই নিজেই এখন জোড়া চাপে

সবার ভয়ের কারণ সিবিআই নিজেই এখন জোড়া চাপে

সবার ভয়ের কারণ সিবিআই নিজেই এখন জোড়া চাপেকয়লা ব্লক বন্টন কেলেঙ্কারি তদন্তে জোড়া চাপে সিবিআই। একদিকে আদালত অন্যদিকে স্বয়ং প্রধানমন্ত্রী। কয়লা কেলেঙ্কারিতে শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই। ২০০৫ সালে কয়লা ব্লক বন্টন নিয়ে দুর্নীতির জন্য বিড়লা গোষ্ঠীর হিন্ডালকোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অন্যদিকে, শনিবারই প্রধানমন্ত্রীর দফতর জানিয়ে দিয়েছে হিন্দালকো সংস্থাকে ব্লক বন্টনের সিদ্ধান্ত সঠিক ছিল।

২০০৫ সালে আমলাদের পেশ করা নথিপত্রের ভিত্তিতেই ওড়িশার তালাবিড়া ব্লক হিন্দালকো বন্টনে সম্মতি জানিয়েছিলেন মনমোহন সিং। কয়লা ব্লক বণ্টন দুর্নীতির অভিযোগ উঠেছে যে সময়ে, সেসময় কয়লা মন্ত্রকের দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী নিজে। তাই এফআইআর দায়েরের সঙ্গে সঙ্গে দুর্নীতির দায় বর্তাচ্ছে প্রধানমন্ত্রীর ঘাড়েও। অন্যদিকে এফআইআর তুলে নিলে লঙ্ঘন করা হবে আদালতের নির্দেশ। জোড়া ফলায় সিবিআই এখন কোন পথে হাঁটে তাই নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা।

First Published: Monday, October 21, 2013, 12:14


comments powered by Disqus