Last Updated: Monday, October 21, 2013, 12:14
কয়লা ব্লক বন্টন কেলেঙ্কারি তদন্তে জোড়া চাপে সিবিআই। একদিকে আদালত অন্যদিকে স্বয়ং প্রধানমন্ত্রী। কয়লা কেলেঙ্কারিতে শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই। ২০০৫ সালে কয়লা ব্লক বন্টন নিয়ে দুর্নীতির জন্য বিড়লা গোষ্ঠীর হিন্ডালকোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অন্যদিকে, শনিবারই প্রধানমন্ত্রীর দফতর জানিয়ে দিয়েছে হিন্দালকো সংস্থাকে ব্লক বন্টনের সিদ্ধান্ত সঠিক ছিল।