গোপীনাথ মুন্ডের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি পারলির

গোপীনাথ মুন্ডের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি পারলির

গোপীনাথ মুন্ডের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি পারলির কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গোপীনাথ মুন্ডের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি নিয়ে রণক্ষেত্রের চেহারা নিল মহারাষ্ট্রের পারলি। বিজেপির একাংশের দাবি দুর্ঘটনা নয়, মুন্ডের মৃত্যুর পিছনে রয়েছে ষড়যন্ত্র। ফলে তারা সিবিআই তদন্ত চান। সিবিআইয়ের দাবিতে গাড়িতে আগুন ধরিয়ে দেন বিজেপির কর্মী, সমর্থকরা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে চলে বিক্ষোভ। ছোড়া হয় ইটপাটকেল।

সিবিআই তদন্তের দাবি তুলেছে শিবসেনাও।বুধবার মহারাষ্ট্রের বিড় জেলার পারলিতে ছিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গোপীনাথ মুন্ডের অন্তেষ্ট্যি। শেষকৃত্য শেষ হতে না হতেই বিক্ষোভের মঞ্চ হয়ে উঠল গোপীনাথ মুন্ডের গ্রাম পারলি। বিজেপি কর্মীদের দাবি, পথ দুর্ঘটনা নয় গভীর ষড়ষন্ত্রের শিকার হয়েছেন গোপীনাথ মুন্ডে। মৃত্যুর সিবিআই তদন্ত চেয়ে হঠাত্‍ই ক্ষিপ্ত হয়ে ওঠে বিজেপির কর্মী, সমর্থকরা। কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা।

এমনকী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহানের গাড়ি ঘিরেও চলে বিক্ষোভ। ছোড়া হয় ইট-পাটকেল। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেও গোপীনাথ মুন্ডের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। শেষকৃত্যে ছিলেন লালকৃষ্ণ আডবাণী, রাজনাথ সিং, সুষমা স্বরাজ গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর। অন্তেষ্টিতে ছিলেন উপরাষ্ট্রপতি, কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী সহ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব।

First Published: Wednesday, June 4, 2014, 23:10


comments powered by Disqus