Gopinath Mundey - Latest News on Gopinath Mundey| Breaking News in Bengali on 24ghanta.com
গোপীনাথ মুন্ডের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি পারলির

গোপীনাথ মুন্ডের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি পারলির

Last Updated: Wednesday, June 4, 2014, 23:10

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গোপীনাথ মুন্ডের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি নিয়ে রণক্ষেত্রের চেহারা নিল মহারাষ্ট্রের পারলি। বিজেপির একাংশের দাবি দুর্ঘটনা নয়, মুন্ডের মৃত্যুর পিছনে রয়েছে ষড়যন্ত্র। ফলে তারা সিবিআই তদন্ত চান। সিবিআইয়ের দাবিতে গাড়িতে আগুন ধরিয়ে দেন বিজেপির কর্মী, সমর্থকরা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে চলে বিক্ষোভ। ছোড়া হয় ইটপাটকেল।