ইয়েদুরাপ্পার বাড়িতে সিবিআই হানা

ইয়েদুরাপ্পার বাড়িতে সিবিআই হানা

ইয়েদুরাপ্পার বাড়িতে সিবিআই হানাইয়েদুরাপ্পার বাড়িতে তল্লাসি চালাল সিবিআই। বুধবার সকালে তাঁর ব্যাঙ্গালোরের ডলারস পার্কের বাসভবনে হানা দেয় সিবিআই। তল্লাসি চালানো হয় তাঁর শিমোগার বাড়িতেও। আকরিক লোহা খনন এবং সরকারি জমি আত্মসাতের টাকায় তাঁর পারিবারিক এনজিও প্রেরনা এডুকেশেন সোসাইটি চালানোর অভিযোগে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাঁর ২ ছেলে ও ২ আত্মীয়ের বিরুদ্ধে বিশেষ সিবিআই তদন্তের নির্দেশ দেয় শীর্ষ আদালত। সর্বোচ্চ আদালতের নির্দেশ পাওয়ার ২ ঘণ্টার মধ্যেই এদিন বিজেপি নেতা ও অন্যান্য অভিযুক্তদের বাড়িতে তল্লাসি চালায় সিবিআিই।

রবিবার বিজেপি শীর্ষ নেতৃত্বের প্রবল সমালোচনার পাশাপাশি কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর প্রশস্তি করে রাজনৈতিক মহলে দলত্যাগের জল্পনা তুঙ্গে তুলে দিয়েছিলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এর পরই বিজেপি সভাপতি নীতিন গডকড়ির নির্দেশে ইয়েদুরাপ্পার ক্ষোভ প্রশমন করতে আসরে নামেন দলের রাজ্যসভার নেতা অরুণ জেটলি। দফায় দফায় বিক্ষুব্ধ নেতার সঙ্গে কথা বলেন তিনি। এদিন বেঙ্গালুরুতে সাংবাদিক বৈঠক করার আগে টুমকুরের বিখ্যাত লিঙ্গায়েত তীর্থ সিদ্দাগঙ্গা মঠে যান ইয়েদুরাপ্পা। বিজেপির শীর্ষনেতৃত্বের ধারণা, অবৈধ খনন কাণ্ডে সিবিআই তদন্ত শুরু হওয়ার পর ইয়েদুরাপ্পাও বুঝতে পারছেন, তাঁর পক্ষে মুখ্যমন্ত্রীর পদ ফিরে পাওয়া সম্ভব নয়। তাই আপাতত দল না ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি।

প্রসঙ্গত, অবৈধ আকরিক লোহা খনন এবং সরকারি জমি আত্মসাতের জোড়া কেলেঙ্কারির জেরে গত বছর বেঙ্গালুরুর কুরসি ছাড়তে বাধ্য হয়েছিলেন ইয়েদুরাপ্পা। সে সময় বিজেপি পরিষদীয় দলের ভোটাভুটিতে নিজের অনুগামী, লিঙ্গায়েত নেতা সদানন্দ গৌড়াকে জিতিয়ে এনেছিলেন তিনি। পরাজিত হয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অনন্তকুমার, কর্নাটকের বিজেপি সভাপতি এশ্বরাপ্পা এবং বল্লারির রেড্ডি ব্রাদার্স সমর্থিত মুখ্যমন্ত্রী পদপ্রার্থী জগদীশ সেট্টার। কিন্তু পরবর্তীকালে ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রী পদ ফেরত পেতে সচেষ্ট হলে অনন্তকুমার-এশ্বরাপ্পা শিবিরের সঙ্গে হাত মেলান সদানন্দ গৌড়া।







First Published: Wednesday, May 16, 2012, 09:06


comments powered by Disqus