Last Updated: Wednesday, May 16, 2012, 09:02
ইয়েদুরাপ্পার বাড়িতে তল্লাসি চালাল সিবিআই। বুধবার সকালে তাঁর ব্যাঙ্গালোরের ডলারস পার্কের বাসভবনে হানা দেয় সিবিআই। তল্লাসি চালানো হয় তাঁর শিমোগার বাড়িতেও। আকরিক লোহা খনন এবং সরকারি জমি আত্মসাতের টাকায় তাঁর পারিবারিক এনজিও প্রেরনা এডুকেশেন সোসাইটি চালানোর অভিযোগে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাঁর ২ ছেলে ও ২ আত্মীয়ের বিরুদ্ধে বিশেষ সিবিআই তদন্তের নির্দেশ দেয় শীর্ষ আদালত।