Last Updated: July 26, 2013 21:25

গুড়াপ হোম কাণ্ডে আদালতে চার্জশিট জমা দিল সিবিআই। আজ শ্রীরামপুর আদালতে পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে হোমের সেক্রেটারি উদয়চাঁদ কুমার এবং হোম সুপার বুলবুল চৌধুরীর। দুজনের বিরুদ্ধে, হোমের আবাসিক গুড়িয়া নামে মানসিক ভারসাম্যহীন তরুণীকে হত্যার চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়েছে। অভিযোগ আনা হয়েছে মিথ্যা তথ্য দেওয়ারও।
পাশাপাশি হোমের তিন কর্মী শ্যামল ঘোষ, বিশ্বনাথ মুর্মু এবং সোমনাথের। এঁদের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ আনা হয়েছে। সিবিআই চার্জশিটে চাপের মুখে রাজ্য সরকারও। রাজ্যের সমাজ কল্যাণ দফতরের ভূমিকা নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। রাজ্য সরকারের এই দফতরের নজরদারির অভাবের কারণেই এত বড় ঘটনা ঘটে গেছে বলে দাবি সিবিআইয়ের। দফতরের কয়েকজন কর্তার ভূমিকাও তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে সিবিআই।
First Published: Friday, July 26, 2013, 21:25