Last Updated: Friday, July 26, 2013, 21:25
গুড়াপ হোম কাণ্ডে আদালতে চার্জশিট জমা দিল সিবিআই। আজ শ্রীরামপুর আদালতে পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে হোমের সেক্রেটারি উদয়চাঁদ কুমার এবং হোম সুপার বুলবুল চৌধুরীর। দুজনের বিরুদ্ধে, হোমের আবাসিক গুড়িয়া নামে মানসিক ভারসাম্যহীন তরুণীকে হত্যার চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়েছে। অভিযোগ আনা হয়েছে মিথ্যা তথ্য দেওয়ারও।