সিবিএসইতে এবারও এগিয়ে মেয়েরাই

সিবিএসইতে এবারও এগিয়ে মেয়েরাই

সিবিএসইতে এবারও এগিয়ে মেয়েরাইপ্রকাশিত হল সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির ফলাফল। গতবছরের তুলনায় এবছর পাশের হার বেড়েছে। এবছর পাশের হার বিরাশি দশমিক এক শতাংশ।  ফলাফলে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা। ছেলেদের পাশের হার  সাতাত্তর শতাংশ। মেয়েদের ক্ষেত্রে এই হার সাতাশি শতাংশ। পাশের ক্ষেত্রে সারা দেশের মধ্যে এগিয়ে রয়েছে চেন্নাই। এখানে পাশ করেছে মোট পরীক্ষার্থীর একানব্বই দশমিক আট তিন শতাংশ ছাত্রছাত্রী। কলকাতায় ৯৮.২ শতাংশ নম্বর পেয়েছে বিডি মেমোরিয়াল ইন্সটিটিউটের কৃতি ছাত্র মিত্রজ্যোতি ঘোষ।

সাফল্যের বিচারে সব রাজ্যকে পিছনে ফেলে দিয়েছে চেন্নাই। চেন্নাইয়ে পাশের হার ৯১.৮২ শতাংশ।

সোমবার সকাল ৮টা নাগাদ প্রকাশিত হয় সিবিএসইর ফলাফল। ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
www.results.nic.in
www.cbseresults.nic.in
www.cbse.nic.in.







First Published: Monday, May 27, 2013, 19:39


comments powered by Disqus