Last Updated: Monday, May 27, 2013, 17:37
মাধ্যমিকের পাশাপাশি প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল। প্রতিবারের মত এবারেও সাফল্যের নিরিখে ছেলেদের থেকে এগিয়ে রইল মেয়েরাই। এবছর সিবিএসইতে পাশের হার ৮২.১০ শতাংশ। আগের বারের তুলনায় ২ শতাংশ বেড়েছে পাশের হার। এবছর মোট ৯,৪৪,৭২১ জন পরীক্ষায় বসেছিলেন।