গুলি চলছে সীমান্তে, পাক সেনার নিশানায় ৫০টি এলাকা, মৃত ১ ভারতীয় জওয়ান, আহত ৬

গুলি চলছে সীমান্তে, পাক সেনার নিশানায় ৫০টি এলাকা, মৃত ১ ভারতীয় জওয়ান, আহত ৬

গুলি চলছে সীমান্তে, পাক সেনার নিশানায় ৫০টি এলাকা, মৃত ১ ভারতীয় জওয়ান, আহত ৬ পাক সেনার গুলিতে ১ বিএসএফ জওয়ান নিহত হলেন জম্মু কাশ্মীর সীমান্তে। আহত হয়েছেন ভারতীয় সেনার ৬ জওয়ান। জম্মু কাশ্মীর সীমান্তের প্রায় ৫০টি জেয়গায় শান্তি চুক্তি ভঙ্গ করে পাক সেনা প্ররোচনা ছাড়াই গুলি চালায় বলে খবর। গতকাল রাত থেকেই সীমান্তে গুলি গোলা চলছে। মোটার ও রকেট দিয়ে বিএসএফ ক্যাম্পগুলিকে নিশানা করা হচ্ছে।

LATEST DEVELOPMENTS ARE:

১. নতুন করে গুলি চলার জেরে দু`দেশের ডিজিএমও স্তরে বৈঠক আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২. গত মাসে নিউ ইয়র্কে ইউএনের সম্মেলনের পাশে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকে নওয়াজ শরিফ সীমান্ত সমস্যা স্বাভাবিক করার আশ্বাস দেন।

৩. জম্মু-কাশ্মীরের পরিস্থিতি ক্রমশ ভাবিয়ে তুলছে দিল্লিকে। সূত্রের খবর, সাউথ ব্লকই চাইছে না দু`দেশের ডিজিএমও স্তরের বৈঠক হোক। সীমান্তের পরিস্থিতির ওপর নজর রেখে চলেছে দিল্লি।

৪. ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে সীমান্তের গ্রাম গুলি লক্ষ্য করে গুলি চলছে। ফলে একে একে ফাঁকা হচ্ছে গ্রামগুলি।

৫. আসলে রাতের অন্ধকারে গুলি চালিয়ে তার আড়ালে অনুপ্রবেশ ঘটানো করছে পাকিস্তান।

First Published: Wednesday, October 23, 2013, 09:22


comments powered by Disqus