Last Updated: Thursday, October 31, 2013, 12:11
জয় থেকে তখন আর মাত্র ১৯ বলে দূরে ব্যাটিং দল, বল আছে ৫৫ টা, হাতে আরও ৬টা উইকেট। এখান থেকে ব্যাটিং করা দল হারতে পারে কি! হিসাব, অতীত, বিশেষজ্ঞ, আমি, আপনি সবাই বলবে না। শুধু পাকিস্তান ক্রিকেট দল বলবে হ্যাঁ হারা সম্ভব। সেটাই প্রমাণ করলেন শাহিদ আফ্রিদি, মিসবারা। শারজায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এমন কীর্তিই গড়ল পাকিস্তান। ১৮৩ রান তাড়া করতে নেমে একটা সময় পাকিস্তানের জয়ের জন্য প্রযোজন ছিল মাত্র ১৯ রান, হাতে ৫৫ টা বল আর ৬ টা উইকেট। সেখান থেকে মিসবা উল হকের দল হারাল এক রানে।