বস্টন ম্যারাথনে আক্রান্তদের প্রতি টুইটারে সমবেদনা তারকদের

বস্টন ম্যারাথনে আক্রান্তদের প্রতি টুইটারে সমবেদনা তারকদের

বস্টন ম্যারাথনে আক্রান্তদের প্রতি টুইটারে সমবেদনা তারকদের বস্টন ম্যারাথন বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৩ জন। জখম হয়েছেন দেড়শোরও বেশি মানুষ। বিস্ফোরণে মৃত ও আহত মানুষদের প্রতি সমবেদনায় হলিউড তারকাদের টুইটে ভরে উঠেছে টুইটার পেজ।

লিন্ডসে লোহান: "বস্টন ম্যারাথনে যাঁরা ছিলেন সকলের জন্য প্রার্থনা করছি আমি।"

ডেন কুক: "এই ভয়াবহ বিস্ফোরণের পর যাঁরা বস্টনে রয়েছেন তাঁদের সকলের সঙ্গে আমার প্রার্থনা রয়েছে।"
বস্টন ম্যারাথনে আক্রান্তদের প্রতি টুইটারে সমবেদনা তারকদের
ভিক্টোরিয়া বেকহ্যাম: "এক্ষুনি খবরটা দেখলাম। বস্টনের মানুষদের জন্য আমার চিন্তা হচ্ছে।"

জাস্টিন টিম্বারলেক: "ঘটনায় আক্রান্তরা ও বস্টন শহরের সকলের প্রতি আমার সমবেদনা।"

মাইক ব্লুমবার্গ: "সকলের অনুরোধ করব আক্রান্তদের ও তাঁদের পরিবারের জন্য ভাবতে, প্রার্থনা করতে।" বস্টন ম্যারাথনে আক্রান্তদের প্রতি টুইটারে সমবেদনা তারকদের
সমবেদনা জানিয়েছেন স্লাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রংও। "আমি বাইক থেকে নামার সময় খবরটা পেলাম। যাঁরা ওখানে রয়েছেন তাঁদের জন্য আমার চিন্তা হচ্ছে। আমি প্রার্থনা করছি।"

রিকি মার্টিন: "আমি অক্রান্তদের সঙ্গে রয়েছি।"

ইভা লঙ্গোরিয়া: "ঈশ্বর আহতদের সঙ্গে রয়েছেন!"

কিম কার্দাশিয়ান: বস্টন ম্যারাথনে সকল আক্রান্তদের জন্য আমার মন কাঁদছে। আমার প্রার্থনা ওদের সঙ্গে রয়েছে।

First Published: Tuesday, April 16, 2013, 17:13


comments powered by Disqus