Last Updated: Wednesday, February 6, 2013, 17:32
বাবা হলেন বিবেক ওবেরয়। বুধবার মুম্বইয়ের এক হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন বিবেকের স্ত্রী প্রিয়াঙ্কা। এটাই তাঁদের প্রথম সন্তান। ছেলের জন্মের খবর আসতেই উচ্ছ্বসিত বিবেক টুইট করেন, "আজ আমার জীবনের সবথেকে সুন্দর দিন। প্রিয়াঙ্কা আর আমি আমাদের দেবদূতকে পৃথবীতে নিয়ে এলাম, সুন্দর, স্বাস্থ্যবান, স্বর্গীয় এক পুত্রশিশু"।