রেকর্ড ব্রেকিং সাফল্যের সেলিব্রেশনে টিম `অগ্নিপথ`

রেকর্ড ব্রেকিং সাফল্যের সেলিব্রেশনে টিম `অগ্নিপথ`

রেকর্ড ব্রেকিং সাফল্যের সেলিব্রেশনে টিম `অগ্নিপথ` বলিউড বক্সঅফিসের সব রেকর্ড ভেঙ্গে দিল করণ জোহর পরিচালিত `অগ্নিপথ`। সিনেমাটি মুক্তির প্রথম দিনেই আয় করেছে ২৫ কোটি। এই রেকর্ড ব্রেকিং সাফল্য সেলিব্রেট করার জন্য `অগ্নিপথ`-এর টিম উপস্থিত হয়েছিল যশ রাজ সেটে, একটি সাংবাদিক বৈঠকে। উপস্থিত ছিলেন করণ জোহর, ছবির পরিচালক করণ মলহোত্রা, ঋত্বিক রোশন, প্রিয়ঙ্কা চোপড়া, সঞ্জয় দত্ত ও ঋষি কাপুর।

করণ জোহরের অন্যান্য রোম্যান্টিক ছবির থেকে `অগ্নিপথ` অনেকটাই আলাদা। রয়েছে অনেক বেশি অ্যাকশন এবং ভায়োলেন্স। `বলিউড শাহেনশাহ` অমিতাভ বচ্চন অভিনীত মূল ছবিটির প্রযোজক ছিলেন করণ জোহরের বাবা যশ জোহর। করণ জানান মূল ছবিটি দর্শকদের ওপর সেইভাবে সাড়া ফেলতে অসফল ছিল। নতুন `অগ্নিপথ`-এর গ্র্যান্ড ওপেনিং হল দর্শকদের কাছে তাঁর প্রতিশোধ এবং তাঁর বাবাকে শ্রদ্ধার্ঘ্য।

সাংবাদিক বৈঠকের মাধ্যমে প্রথমবার দর্শকদের সামনে এলেন পরিচালক করণ মলহোত্রা। করণের জোহরের বক্তব্য পরিচালকের পরিচিতি তাঁর ছবির মাধ্যমে হয়। ছবিতে ঋষি কাপুরের রাউফ লালার চরিত্রটি বেশ প্রশংসনীয়। কিন্তু ঋষি কাপুর পুরো কৃতিত্বই দিচ্ছেন ছবির প্রযোজক ও পরিচালককে।

First Published: Saturday, January 28, 2012, 22:13


comments powered by Disqus