karan malhotra - Latest News on karan malhotra| Breaking News in Bengali on 24ghanta.com
রেকর্ড ব্রেকিং সাফল্যের সেলিব্রেশনে টিম `অগ্নিপথ`

রেকর্ড ব্রেকিং সাফল্যের সেলিব্রেশনে টিম `অগ্নিপথ`

Last Updated: Saturday, January 28, 2012, 22:13

বলিউড বক্সঅফিসের সব রেকর্ড ভেঙ্গে দিল করণ জোহর পরিচালিত `অগ্নিপথ`। সিনেমাটি মুক্তির প্রথম দিনেই আয় করেছে ২৫ কোটি। এই রেকর্ড ব্রেকিং সাফল্য সেলিব্রেট করার জন্য `অগ্নিপথ`-এর টিম উপস্থিত হয়েছিল যশ রাজ সেটে, একটি সাংবাদিক বৈঠকে। উপস্থিত ছিলেন করণ জোহর, ছবির পরিচালক করণ মলহোত্রা, ঋত্বিক রোশন, প্রিয়ঙ্কা চোপড়া, সঞ্জয় দত্ত ও ঋষি কাপুর।