Last Updated: August 12, 2013 13:15

কিস্তোয়ারে সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে জম্মু কাশ্মীর সরকারের ব্যাখ্যা চাইল কেন্দ্র। কাশ্মীরের আগুন ছড়ালো দিল্লিতেও। সোমবার এই ইস্যুতে সংসদ উত্তাল করে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। সন্ত্রাসের জন্য রাজ্য সরকারেকে কাঠগড়ায় তুলেছে বিজেপি।
রবিবার কাশ্মীরে ঢুকতে বাধা দেওয়া হয় রাজ্যসভার বিরোধী দলনেতা অরুণ জেটলিকে। আজ উভয় কক্ষে বিজেপি সাংসদরা হাঙ্গামা শুরু করলে অধিবেশন মুলতুবী হয়ে যায়।
এদিকে ইদের দিন সংঘর্ষে ৩ জনের মৃত্যু নিয়ে ইতিমধ্যেই বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা। কাশ্মীরের সন্ত্রাসে মদত দেওয়ার জন্য রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সাজাদ আহমেদকে দায়ী করেছে বিজেপি। অরুণ জেটলির বলেন, "৬ থেকে ৭ ঘণ্টায় কেন সন্ত্রাস রোখা গেল না? স্বরাষ্ট্রমন্ত্রী কী করছিলেন?" প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। গোটা ঘটনার জন্য রাজ্য সরকারকে দায়ী করেছেন জেটলি।
First Published: Monday, August 12, 2013, 13:18