Last Updated: Friday, October 4, 2013, 19:10
পাকিস্তানের মাটিতে ভারত বিরোধী কার্যকলাপ হতে দেবেন না। নিউ ইয়র্কে মনমোহন সিংকে আশ্বাস দিয়েছেন নওয়াজ শরিফ। তারপরেও নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষের বিরাম নেই। অনুপ্রবেশের আরেকটি চেষ্টা আজ ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনা। সংঘর্ষে মৃত্যু হয়েছে তিন জঙ্গির। অন্যদিকে কেরন সেক্টরে সেনাজঙ্গি সংঘর্ষ ১১ দিনে পড়েছে। যদিও পরিস্থিতি কার্গিলের মতো নয় বলে আশ্বাস সেনাপ্রধানের।