Last Updated: April 5, 2013 12:47

খোলা বাজারে চিনি বিক্রির ওপর নিয়ন্ত্রণ তুলে নিল কেন্দ্রীয় সরকার। এরফলে চিনিকল গুলির ওপর রেশনে চিনি সরবরাহের বাধ্যবাধকতা আর রইল না।
সরকারের এই সিদ্ধান্তে চিনি কলগুলির বাড়তি লাভ হবে তিন হাজার কোটি টাকা। তবে এর জেরে খোলা বাজারে চিনির দাম বাড়ার আশঙ্কা নেই বলেই দাবি করেছে কেন্দ্রীয় সরকার।
বিনিয়ন্ত্রণের ফলে চিনিতে ভর্তুকি বাবদ সরকারি খরচের বোঝা দু`হাজার ৬০০ কোটি থেকে বেড়ে পাঁচ হাজার ৩০০ কোটি টাকা হবে। একমাত্র চিনির ক্ষেত্রেই এতদিন সরকারি নিয়ন্ত্রণ কার্যকর ছিল। অর্থনীতি বিষয়ক কেবিনেট কমিটির সিদ্ধান্তের পরই এবারে সেই ক্ষেত্রটিতেও রাশ আলগা করল কেন্দ্র।
First Published: Friday, April 5, 2013, 12:47