Decentralisation - Latest News on Decentralisation| Breaking News in Bengali on 24ghanta.com
চিনির উপর নিয়ন্ত্রণ তুলল সরকার

চিনির উপর নিয়ন্ত্রণ তুলল সরকার

Last Updated: Friday, April 5, 2013, 12:47

খোলা বাজারে চিনি বিক্রির ওপর নিয়ন্ত্রণ তুলে নিল কেন্দ্রীয় সরকার। এরফলে চিনিকল গুলির ওপর রেশনে চিনি সরবরাহের বাধ্যবাধকতা আর রইল না। সরকারের এই সিদ্ধান্তে চিনি কলগুলির বাড়তি লাভ হবে তিন হাজার কোটি টাকা। তবে এর জেরে খোলা বাজারে চিনির দাম বাড়ার আশঙ্কা নেই বলেই দাবি করেছে কেন্দ্রীয় সরকার।