কেন্দ্রের সঙ্গে শান্তি আলোচনায় উলফা

কেন্দ্রের সঙ্গে শান্তি আলোচনায় উলফা

কেন্দ্রের সঙ্গে শান্তি আলোচনায় উলফাদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে শান্তি আলোচনায় বসল আলফার ছয় সদস্যের এক প্রতিনিধিদল। উলফা চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়ার নেতৃত্বে ওই প্রতিনিধিদল কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজকুমার সিংয়ের সঙ্গে বৈঠক করেন। প্রতিনিধি দলে রয়েছেন প্রদীপ গগৈ, রাজু বরুয়া, শশধর চৌধুরীর মত শীর্ষস্তরের উলফা নেতা। অসমের পক্ষে বৈঠকে ছিলেন রাজ্যের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল খগেন শর্মা এবং অসমের স্বরাষ্ট্রসচিব এন কে দাস। গত তেসরা সেপ্টেম্বর দিল্লিতে বৈঠকের পর কেন্দ্রের সঙ্গে উলফার সংঘর্ষবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। আজকের বৈঠকে মূলত তিনটি দাবি নিয়ে আলোচনা করে দুই পক্ষ। তার মধ্যে অন্যতম হল, নিখোঁজ উলফা সদস্যদের ব্যাপারে সরকারের স্ট্যাটাস রিপোর্ট প্রকাশ করার দাবি।

First Published: Tuesday, October 25, 2011, 18:17


comments powered by Disqus