Last Updated: Friday, December 14, 2012, 22:51
অসমে অপারেশন বজরংয়ের সময় উলফা নেতা পরেশ বড়ুয়াকে আশ্রয় দিয়েছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই। নিজের বই গ্রেট টাইম ইস্ট-এ এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন সুইডিশ সাংবাদিক বার্টিল লিন্টনার। লিন্টনারের দাবি, ওই সময় ডিজিএফআইয়ের গুপ্ত ডেরায় পরেশ বড়ুয়ার সঙ্গে দেখা করেন তিনি। ঢাকা শহরে বাড়িটি। কিন্তু ঢাকা বলতে যে জনবহুল শহরের কথা চোখের সামনে ভেসে ওঠে, তেমন জমজমাট জায়গায় বাড়িটি নয়। সচরাচর যেখানে সাধারণ মানুষের যাতায়াত নেই, সেখানেই খোলা মাঠের মধ্যে দোতলা বাড়িটি। বাড়িটার খুব কাছাকাছি অন্য কোনও বাড়ি নেই। একটি নোঙড়া রাস্তা পার হয়ে বাড়িটির সদর দরজায় পৌঁছতে হয়। বাড়িটির একটি বেসমেন্টও রয়েছে। বাড়িটি বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের গোপন ডেরা।