চালসায় লাইন পেরোতে গিয়ে ট্রেনে ধাক্কায় মৃত্যু ৬টি হাতি, আহত ৫

চালসায় লাইন পেরোতে গিয়ে ট্রেনে ধাক্কায় মৃত্যু ৬টি হাতি, আহত ৫

চালসায় লাইন পেরোতে গিয়ে ট্রেনে ধাক্কায় মৃত্যু ৬টি হাতি, আহত ৫ ট্রেনের ধাক্কায় মৃত্যু হল একসঙ্গে ৬টি হাতির। গুরুতর জখম হয়েছে ৫ টি হাতি। জলপাইগুড়ির চালসা জঙ্গল লাগোয়া জলঢাকা রেলব্রিজ পেরোনোর সময়ই এই দুর্ঘটনা ঘটে। ৩০ থেকে ৪০ টি হাতির পাল রেল লাইন পেরোচ্ছিল। সেই সময়ই দ্রুতগামী কবিতীর্থ এক্সপ্রেসের ধাক্কায় ৬ টি হাতির মৃত্যু হয়। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বনদফতরের কর্মীরা। বাসিন্দাদের অভিযোগ ট্রেনের ধাক্কায় এরআগেও একাধিকবার বন্যপ্রানী মৃত্যুর হয়েছে। তবুও রেলের তরফে এরপরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।

রেলে কাটা পড়ে হাতি মৃত্যুর ঘটনা উদ্বেগে ফেলেছে বনকর্তাদের। জঙ্গল এলাকায় ট্রেনের গতি বেঁধে দিয়েও কোনও ভাবে হাতি মৃত্যুতে লাগাম পড়ানো যাচ্ছে না। একসঙ্গে এতগুলো হাতির মৃত্যুতে ট্রেন চলাচলেও প্রভাব পড়েছে।

First Published: Wednesday, November 13, 2013, 23:56


comments powered by Disqus