Last Updated: Wednesday, November 13, 2013, 23:56
ট্রেনের ধাক্কায় মৃত্যু হল একসঙ্গে ৬টি হাতির। গুরুতর জখম হয়েছে ৫ টি হাতি। জলপাইগুড়ির চালসা জঙ্গল লাগোয়া জলঢাকা রেলব্রিজ পেরোনোর সময়ই এই দুর্ঘটনা ঘটে। ৩০ থেকে ৪০ টি হাতির পাল রেল লাইন পেরোচ্ছিল। সেই সময়ই দ্রুতগামী কবিতীর্থ এক্সপ্রেসের ধাক্কায় ৬ টি হাতির মৃত্যু হয়। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বনদফতরের কর্মীরা। বাসিন্দাদের অভিযোগ ট্রেনের ধাক্কায় এরআগেও একাধিকবার বন্যপ্রানী মৃত্যুর হয়েছে। তবুও রেলের তরফে এরপরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।